Grameenphone Call Back on Call Drop


গ্রামীণফোন নিয়ে এলো “কল ড্রপে কল ফেরত"। অক্টোবর ১, ২০১৪ থেকে গ্রামীনফনের সকল প্রিপেড এবং পোস্টপেড গ্রাহকগন (ইআরএস কানেকশন ছাড়া) জিপি-জিপি কল ড্রপ এর জন্য কল ফেরত পাবেন।

অফারের বিস্তারিতঃ

  • গ্রামীনফনের সকল প্রিপেড গ্রাহকগন (ইআরএস কানেকশন ছাড়া) প্রতিটি জিপি-জিপি কল ড্রপ এর জন্য ১ মিনিট (৬০ Sec) সময়ের সমপরিমাণ কল ফেরত পাবেন।
  • নেটওয়ার্কের এর কারণে জিপি-জিপি কল ড্রপ হলে, কলার কল ফেরত পাবেন।
  • প্রতিটি কল ড্রপের জন্য ফেরতপ্রাপ্ত টক টাইম যেকোনো জিপি-জিপি কল এ দিন- রাত যেকোনো সময় ব্যাবহার করা যাবে। এর মেয়াদ বোনাস প্রদান এর দিনেই সীমাবধ্য থাকবে
  • কল ফেরত, কল ড্রপ এর ১ ঘণ্টা এর মধ্যেই পাওয়া যাবে । গ্রাহক গন এসএমএস এর মাধ্যমে তা জানতে পারবেন।
  • কল ফেরত অন্য যেকোনো ফ্রী বোনাস মিনিটস, বান্ডেল মিনিটস, বোনাস টাকা এর পূর্বে ব্যবহৃত হবে। কল চলাকালীন ক্ষেত্রে কল ফেরত বোনাস শেষ হলে প্রোডাক্ট পালস্‌ এবং রেট চার্জ প্রযোজ্য হবে, মেইন অ্যাকাউন্ট এর উপর।
  • একজন গ্রাহক প্রতিদিন সর্বচ্চো ৫ মিনিট (৩০০ সেকেন্ড) সময় সমপরিমাণ কল ফেরত পেতে পাবেন
  • *৫৬৬*২১# ডায়াল করে ফেরত কল এর ব্যালেন্স এবং মেয়াদ চেক করা যাবে।
  • পোস্টপেইড গ্রাহকগন কল ড্রপ এ কল ফেরত পরবর্তী বিল এ সমন্বিত হবে, প্রতি কল ড্রপ ১ টাকা হিসেবে
  • অন্য সকল ট্যারিফ, সার্ভিসেস এবং পালস্‌ অপরিবর্তিত থাকবে।
  • ১৫% ভ্যাট সকল চার্জ এর উপর প্রযোজ্য হবে।
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment