গ্রামীনফোন ২৫ পয়সা প্রতি মিনিট
- এই অফার ডিজুস, স্মাইল, আপন, বন্ধু, সহজ, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত, একতা-১, একতা-২, একতা-৩, একতা-৪, বিজনেস সলিউশন প্রিপেইড ১,২,৩,৫, সফল, GPPP ও VP সংযোগের জন্য প্রযোজ্য
- অফারটি নিতে ডায়াল করুন *১১১*২৯#
- এই অফারে গ্রামীণফোন গ্রাহকগণ রাত ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেকোনো জিপি নম্বরে (সুপার এফএনএফ এবং এফএনএফ কলসহ) কথা বলতে পারবেন ১০ টাকায় ৪০ মিনিট অর্থাৎ ২৫ পয়সা/মিনিট
- অফারের অন্তর্ভুক্ত কলে ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
- অফারটি অ্যাক্টিভেট হয়েছে কিনা তা ফিরতি কনফারমেশন এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে
- অবশিষ্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*২০#
- প্রতিদিন সর্বোচ্চ ২ বার এই অফারটি নিতে পারবেন
- অফারের মিনিট শেষ হলে গ্রাহকের নিয়মিত ট্যারিফ চার্জ প্রযোজ্য হবে
- এই অফার গ্রহণ করলে মাই জোন ডিসকাউন্ট সুবিধা প্রযোজ্য হবে না, তবে অফার মিনিট শেষে যথারীতি ডিসকাউন্ট পাওয়া যাবে
- অফারটি অ্যাক্টিভেটের সময় গ্রাহকের মোবাইলে সর্বনি¤œ ১১.৫০ টাকা (ভ্যাট সহ) ব্যালেন্স থাকতে হবে
- সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য