2GB Internet Free!

২ জানুয়ারি ২০১৫ বা তার আগে থেকে যদি আপনি আপনার জিপি প্রিপেইড সংযোগটি ব্যবহার না করে থাকেন, তাহলে বন্ধ সিম চালু করে উপভোগ করুন ফ্রি 2GB নাইট টাইম ইন্টারনেট (রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা) এবং যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট (২৪ ঘন্টা)।



শর্তাবলী:

· অফারটি ৭ ফেব্রুয়ারি ২০১৫ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
· সকল জিপি প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম ব্যতীত) যাদের ২২ সেপ্টেম্বর ২০১৪ বা তার পূর্ব হতে তাদের সংযোগ বন্ধ রেখেছেন, তারা এই অফারটি উপভোগ করতে পারবেন
· অফারটির জন্য যোগ্য কিনা জানতে গ্রাহককে ‘Feb 017XXXXXXX’ লিখে SMS করতে হবে 9999 নম্বরে
· আন-রেজিস্টার্ড গ্রাহকগণ এবং ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত যারা প্রিপেইড সংযোগটি অব্যবহৃত রেখেছেন তারা এই অফারটির আওতার বাইরে থাকবেন
· একবারে ২৯ টাকা রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি 2GB নাইট টাইম 3G ইন্টারনেট অ্যাক্টিভেটেড হয়ে যাবে
· ফ্রি নাইট টাইম 3G ইন্টারনেট-এর মেয়াদ শেষ হয়ে যাবে অফার শেষ হওয়ার সাথে সাথে (অ্যাক্টিভেশনের দিন থেকে সর্বোচ্চ ২৮ দিন)
· উল্লেখিত মেয়াদের মধ্যে 2GB ইন্টারনেট ব্যবহারের সময় রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা
· সকাল ১০:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ৫০ পয়সা/ MB হারে চার্জ প্রদান করতে হবে
· 2GB ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে
· রিচার্জ-কৃত ২৯ টাকা ব্যালেন্স মূল অ্যাকাউন্ট-এ যুক্ত হবে এবং যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে
· এছাড়াও যোগ্য গ্রাহকগণ যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট (২৪ ঘন্টা) উপভোগ করতে পারবেন
· স্পেশাল ট্যারিফ যেকোনো লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য (অন-নেট, অফ-নেট, PSTN এবং মোবাইল)
· অফার চলাকালীন, এই স্পেশাল ট্যারিফ (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট, ২৪ ঘন্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সব ধরনের রেট কাটার (যেমন: নিশ্চিন্ত রেট কাটার, ৭ পয়সা অফার ) –এ প্রযোজ্য এবং স্পেশাল ট্যারিফে মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য নয়
· ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিটে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়। ইমার্জেন্সি ব্যালেন্স, বোনাস মিনিট এবং বোনাস অ্যামাউন্ট আগে শেষ হবে
· স্পেশাল ট্যারিফ অফার ক্যাম্পেইন চলাকালে একাধিক বার নেয়া যাবে। একাধিকবার রিচার্জে মেয়াদও বর্ধিত হবে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৪ দিন। গ্রাহকগণ ট্যারিফের মেয়াদ চেক করতে পারবেন *566*32# ডায়াল করে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আগের অফার/প্যাকেজ পুনরায় চালু হবে
· মেয়াদ বিচ্ছিন্ন প্রিপেইড গ্রাহকগণ প্রথমে স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করে সংযোগ চালু করার পর ২৯ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন
· অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে “S29” লিখে 999 নম্বরে পাঠাতে হবে
· 2GB নাইট টাইম 3G ইন্টারনেটে অটো-রিনিউয়াল প্রযোজ্য। অটো-রিনিউয়াল ফিচার বন্ধ করতে ‘off’ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে (চার্জ ফ্রি)
· 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *567# ডায়াল করতে হবে
· ফ্রি ইন্টারনেট-এ সর্বোচ্চ 2Mbps ইন্টারনেট স্পীড পাওয়া যাবে। সম্ভাব্য গড় স্পীড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পীড প্রযোজ্য
· যেহেতু সকল গ্রাহকই ফ্রি 2GB ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন, তাই 2GB ডাটা অফারের সাথে ফ্রি 29MB ডাটা যোগ হবে না
· ১৫% ভ্যাট প্রযোজ্য
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment