২ জানুয়ারি ২০১৫ বা তার আগে থেকে যদি আপনি আপনার জিপি প্রিপেইড সংযোগটি
ব্যবহার না করে থাকেন, তাহলে বন্ধ সিম চালু করে উপভোগ করুন ফ্রি 2GB নাইট টাইম ইন্টারনেট (রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা) এবং যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট (২৪ ঘন্টা)।
· সকল জিপি প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম ব্যতীত) যাদের ২২ সেপ্টেম্বর ২০১৪ বা তার পূর্ব হতে তাদের সংযোগ বন্ধ রেখেছেন, তারা এই অফারটি উপভোগ করতে পারবেন
· অফারটির জন্য যোগ্য কিনা জানতে গ্রাহককে ‘Feb 017XXXXXXX’ লিখে SMS করতে হবে 9999 নম্বরে
· আন-রেজিস্টার্ড গ্রাহকগণ এবং ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত যারা প্রিপেইড সংযোগটি অব্যবহৃত রেখেছেন তারা এই অফারটির আওতার বাইরে থাকবেন
· একবারে ২৯ টাকা রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি 2GB নাইট টাইম 3G ইন্টারনেট অ্যাক্টিভেটেড হয়ে যাবে
· ফ্রি নাইট টাইম 3G ইন্টারনেট-এর মেয়াদ শেষ হয়ে যাবে অফার শেষ হওয়ার সাথে সাথে (অ্যাক্টিভেশনের দিন থেকে সর্বোচ্চ ২৮ দিন)
· উল্লেখিত মেয়াদের মধ্যে 2GB ইন্টারনেট ব্যবহারের সময় রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা
· সকাল ১০:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ৫০ পয়সা/ MB হারে চার্জ প্রদান করতে হবে
· 2GB ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে
· রিচার্জ-কৃত ২৯ টাকা ব্যালেন্স মূল অ্যাকাউন্ট-এ যুক্ত হবে এবং যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে
· এছাড়াও যোগ্য গ্রাহকগণ যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট (২৪ ঘন্টা) উপভোগ করতে পারবেন
· স্পেশাল ট্যারিফ যেকোনো লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য (অন-নেট, অফ-নেট, PSTN এবং মোবাইল)
· অফার চলাকালীন, এই স্পেশাল ট্যারিফ (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট, ২৪ ঘন্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সব ধরনের রেট কাটার (যেমন: নিশ্চিন্ত রেট কাটার, ৭ পয়সা অফার ) –এ প্রযোজ্য এবং স্পেশাল ট্যারিফে মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য নয়
· ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিটে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়। ইমার্জেন্সি ব্যালেন্স, বোনাস মিনিট এবং বোনাস অ্যামাউন্ট আগে শেষ হবে
· স্পেশাল ট্যারিফ অফার ক্যাম্পেইন চলাকালে একাধিক বার নেয়া যাবে। একাধিকবার রিচার্জে মেয়াদও বর্ধিত হবে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৪ দিন। গ্রাহকগণ ট্যারিফের মেয়াদ চেক করতে পারবেন *566*32# ডায়াল করে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আগের অফার/প্যাকেজ পুনরায় চালু হবে
· মেয়াদ বিচ্ছিন্ন প্রিপেইড গ্রাহকগণ প্রথমে স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করে সংযোগ চালু করার পর ২৯ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন
· অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে “S29” লিখে 999 নম্বরে পাঠাতে হবে
· 2GB নাইট টাইম 3G ইন্টারনেটে অটো-রিনিউয়াল প্রযোজ্য। অটো-রিনিউয়াল ফিচার বন্ধ করতে ‘off’ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে (চার্জ ফ্রি)
· 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *567# ডায়াল করতে হবে
· ফ্রি ইন্টারনেট-এ সর্বোচ্চ 2Mbps ইন্টারনেট স্পীড পাওয়া যাবে। সম্ভাব্য গড় স্পীড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পীড প্রযোজ্য
· যেহেতু সকল গ্রাহকই ফ্রি 2GB ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন, তাই 2GB ডাটা অফারের সাথে ফ্রি 29MB ডাটা যোগ হবে না
· ১৫% ভ্যাট প্রযোজ্য
শর্তাবলী:
· অফারটি ৭ ফেব্রুয়ারি ২০১৫ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে· সকল জিপি প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম ব্যতীত) যাদের ২২ সেপ্টেম্বর ২০১৪ বা তার পূর্ব হতে তাদের সংযোগ বন্ধ রেখেছেন, তারা এই অফারটি উপভোগ করতে পারবেন
· অফারটির জন্য যোগ্য কিনা জানতে গ্রাহককে ‘Feb 017XXXXXXX’ লিখে SMS করতে হবে 9999 নম্বরে
· আন-রেজিস্টার্ড গ্রাহকগণ এবং ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত যারা প্রিপেইড সংযোগটি অব্যবহৃত রেখেছেন তারা এই অফারটির আওতার বাইরে থাকবেন
· একবারে ২৯ টাকা রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে ফ্রি 2GB নাইট টাইম 3G ইন্টারনেট অ্যাক্টিভেটেড হয়ে যাবে
· ফ্রি নাইট টাইম 3G ইন্টারনেট-এর মেয়াদ শেষ হয়ে যাবে অফার শেষ হওয়ার সাথে সাথে (অ্যাক্টিভেশনের দিন থেকে সর্বোচ্চ ২৮ দিন)
· উল্লেখিত মেয়াদের মধ্যে 2GB ইন্টারনেট ব্যবহারের সময় রাত ১২:০০টা থেকে সকাল ১০:০০টা
· সকাল ১০:০১ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত ৫০ পয়সা/ MB হারে চার্জ প্রদান করতে হবে
· 2GB ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে
· রিচার্জ-কৃত ২৯ টাকা ব্যালেন্স মূল অ্যাকাউন্ট-এ যুক্ত হবে এবং যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে
· এছাড়াও যোগ্য গ্রাহকগণ যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট (২৪ ঘন্টা) উপভোগ করতে পারবেন
· স্পেশাল ট্যারিফ যেকোনো লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য (অন-নেট, অফ-নেট, PSTN এবং মোবাইল)
· অফার চলাকালীন, এই স্পেশাল ট্যারিফ (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট, ২৪ ঘন্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং সব ধরনের রেট কাটার (যেমন: নিশ্চিন্ত রেট কাটার, ৭ পয়সা অফার ) –এ প্রযোজ্য এবং স্পেশাল ট্যারিফে মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য নয়
· ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিটে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়। ইমার্জেন্সি ব্যালেন্স, বোনাস মিনিট এবং বোনাস অ্যামাউন্ট আগে শেষ হবে
· স্পেশাল ট্যারিফ অফার ক্যাম্পেইন চলাকালে একাধিক বার নেয়া যাবে। একাধিকবার রিচার্জে মেয়াদও বর্ধিত হবে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ রিচার্জের দিনসহ ৪ দিন। গ্রাহকগণ ট্যারিফের মেয়াদ চেক করতে পারবেন *566*32# ডায়াল করে
· স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আগের অফার/প্যাকেজ পুনরায় চালু হবে
· মেয়াদ বিচ্ছিন্ন প্রিপেইড গ্রাহকগণ প্রথমে স্ক্র্যাচ কার্ড দিয়ে রিচার্জ করে সংযোগ চালু করার পর ২৯ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন
· অফার থেকে আন-সাবস্ক্রাইব করতে “S29” লিখে 999 নম্বরে পাঠাতে হবে
· 2GB নাইট টাইম 3G ইন্টারনেটে অটো-রিনিউয়াল প্রযোজ্য। অটো-রিনিউয়াল ফিচার বন্ধ করতে ‘off’ লিখে 5000 নম্বরে পাঠাতে হবে (চার্জ ফ্রি)
· 3G ইন্টারনেট ভলিউম চেক করতে *567# ডায়াল করতে হবে
· ফ্রি ইন্টারনেট-এ সর্বোচ্চ 2Mbps ইন্টারনেট স্পীড পাওয়া যাবে। সম্ভাব্য গড় স্পীড ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটেড ওয়েবসাইট এবং বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। শুধুমাত্র 3G নেটওয়ার্কের আওতাভুক্ত এলাকাতেই ইন্টারনেট স্পীড প্রযোজ্য
· যেহেতু সকল গ্রাহকই ফ্রি 2GB ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন, তাই 2GB ডাটা অফারের সাথে ফ্রি 29MB ডাটা যোগ হবে না
· ১৫% ভ্যাট প্রযোজ্য